প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো
দক্ষিণ মাদার্শা উচ্চ বিদ্যালয় অএ এলাকায় সুনাম যশ ক্ষ্যাতি ছড়ানো একটি প্রতিষ্ঠান। এখানে রয়েছে তিনটি উচু ভবন যার মধ্যে একটি তিন তলা বিশিষ্ট এবং বাকি দুইটি দুই তলা বিশিষ্ট, এছাড়া সাধারন ক্লাস নেয়ার জন্য রয়েছে ১টি টিনশেড বিল্ডিং। শিক্ষাথীদের বিনোদনের জন্য রযেছে বড় একটি খেলার মাঠ । সম্পূর্ণ প্রতিষ্ঠানটি রয়েছে সিসি ক্যামেরার আওতাধীন।সময়ের সাথে পাল্লা দিয়ে দিন দিন নতুন সব পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটি। উন্নতিই আমাদের লক্ষ্য ।