প্রতিষ্ঠানের ইতিহাস
বাবু দেবেন্দ্র বিজয় দাশ হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ মাদার্শা গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন । শিক্ষার প্রতি তার অগাধ মমত্ববোধ । বিশেষ করে অত্র এলাকার জনসাধারণ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, তখনই তিনি শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে কয়েকজন শিক্ষানুরাগী মহান ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রতিষ্ঠা করেছিলেন নিজের মায়ের নামে “শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়”৷ তিনি ১৯৬৯ খ্রিস্টাব্দে পরলোকগমন করেন। পরবর্তীতে তার একমাত্র পুত্র বাবু অমূল্য ভূষণ দাশ অন্যান্যদের সহযোগিতা স্কুলের হাল ধরেন।অতীব দুঃখের বিষয় তিনিও বিগত ২০১২ খ্রিস্টাব্দে মৃতুবরণ করেন। তারা সহ স্কুলের সাথে সংশ্লিষ্ট ছিলেন এমন সকল বিদেহী আত্মার মাগফেরাত ও সাদ্গতি কামনা করি এবং বর্তমানে যারা জীবিত আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।